মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে লড়াকু পুঁজি বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

২০০ পেরোনোর আগেই নেই ৭ উইকেট, বাংলাদেশের ইনিংসটাকে শেষই ধরে নেওয়া হচ্ছিল তখন। তবে সেখান থেকে বাংলাদেশ শেষমেশ করল ২৪৫ রান, যা লড়াকু এক পুঁজিই বটে। এর পেছনের কারিগর মাহমুদউল্লাহ। তার ৪৯ বলে ৪১ রানের অপরাজিত ইনিংসে ভর করেই তো শেষের রানগুলো পেল দল!

লিটন দাসের উইকেট দিয়ে শুরু। এরপর থিতু হয়েও উইকেট ছুড়ে দিয়ে আসেন তানজিদ তামিম, মেহেদি হাসান মিরাজ। থিতু হওয়ার আগেই ফেরেন নাজমুল হোসেন শান্ত। ৫৬ রানে নেই ৪ উইকেট। বাংলাদেশ আরও বড় বিপদের প্রমাদই গুণছিল।

বিজ্ঞাপন

সেখান থেকে দলকে উদ্ধার করেন সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। দুজনের ৯৬ রানের জুটি ভাঙে সাকিব ৪০ রানে বিদায় নিলে। এরপর মুশফিকুর রহিম সাজঘরের পথ ধরেন ৬৬ রান করে। 

তাওহীদ হৃদয়ও যখন বিদায় নিলেন, দলের রান তখন ১৮০। এরপরই দৃশ্যপটে আসেন মাহমুদউল্লাহ। সেখানে দাঁড়িয়ে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান আর শরিফুল ইসলামদের সঙ্গে নিয়ে খেলে ফেলেন ৪১ রানের ইনিংস। তাতে ভর করেই বাংলাদেশ শেষমেশ তুলে ফেলে ২৪৫ রানের লড়াকু পুঁজি।