কিউইদের বোলিংয়ে দিশেহারা বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুরুটা করেছিলেন লিটন। ইনিংসের প্রথম বলেই পথ ধরেছিলেন সাজঘরের। এরপর একে একে তানজিদ, মিরাজ ও সবশেষ শান্তও ফিরলেন দলকে বিপদে ফেলে। ৬০ রানের আগেই ৪ টপ অর্ডারের উইকেট নেই বাংলাদেশের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার শেষে ৬৯ রানে ৪ উইকেট। উইকেটে থিতু হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন অভিজ্ঞ সাকিব-মুশফিক। তাদের ব্যাটেই বিপর্যয় কাটানোর আশায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

এদিন টসে হেরে চেন্নাইয়ে ব্যাটিং করতে নেমে শুরুতেই লিটনকে হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ট্রেন্ট বোল্টকে মারতে গিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। পরে উইকেটে এসে তানজিদ তামিমকে নিয়ে জুটি গড়তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মেহেদী মিরাজ। তবে কিউইদের পেস আক্রমণের বিপক্ষে খুব বেশি সময় টিকতে পারেননি তানজিদ। লকি ফার্গুসনের বলে ১৬ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। ফের হোঁচট খায় বাংলাদেশ।

এরপর ৪৬ বলে ৩০ রান করে সাজঘরের পথ ধরেন মিরাজও। চাপ সামাল দিতে পারেননি শান্ত। গ্লেন ফিলিপসের স্পিনে বোকা বনে যান তিনি। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৭ রান।