ডি ককের আগ্রাসী সেঞ্চুরি, চাপে অস্ট্রেলিয়া

  • স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্ণৌতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে চাপে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শেষে খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ৩৭ ওভারে ৩ উইকেটে ২০৫ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ দেখেশুনেই করে দক্ষিণ আফ্রিকা। তবে পাওয়ারপ্লের পরেই রানের গতি বাড়ায় প্রোটিয়ারা। ওপেনার টেম্বা বাভুমা ৩৫ করে আউট হন। মাত্র ২৬ রান করে আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ন রাসি ভান ডার ডুসেন। তবে উইকেটের অপর প্রান্তে আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। মাত্র ৯০ বলেই করেন সেঞ্চুরি। যা এই বিশ্বকাপে তার দ্বিতীয়। তবে দলীয় ১৯৭ রানে গ্লেন ম্যাক্সওয়েলের বলে আউট হন ডি কক। এরপর কিছুটা হলেও স্বস্তি ফেরে অজি শিবিরে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে গ্লেন ম্যাক্সওয়েল নিয়েছেন ২ উইকেট এবং লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পা নিয়েছেন ১টি উইকেট।