ডি ককের ফিফটিতে দারুণ শুরু প্রোটিয়াদের

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে রেকর্ডের বন্যায় শ্রীলঙ্কাকে ভাসিয়ে দিয়েছিল দক্ষিণ অফ্রিকা। বিশ্বমঞ্চে রেকর্ড টার্গেট ছুড়ে তুলেছিল বড় জয়। সঙ্গে এক ম্যাচেই হাঁকিয়েছিল তিন সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তেমন শুরু করেছে প্রোটিয়ারা। দুই ওপেনার কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমায় ভর দিয়ে বড় সংগ্রহের পথে হাঁটছে দলটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো উইকেটে না হারিয়ে ১৬ ওভার শেষে স্কোরবোর্ডে ৮৮ রান জমা করেছে বাভুমার দল। ফিফটি হাঁকিয়েছেন ডি কক। ফিফটির পথে আছেন বাভুমাও।

বিজ্ঞাপন

এর আগে লক্ষ্ণৌতে টসে জিতে আগে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্স। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে তারা। ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারির বদলে দলে ফিরেছেন মার্কাস স্টয়নিস ও জশ ইংলিশ। অন্যদিকে প্রোটিয়াদের একাদশে আছে এক পরিবর্তন। দলের স্পিন আক্রমণ বাড়াতে পেসার জেরাল্ড কুটসিয়ার বদলে দলে ফিরেছেন তাব্রাইজ শামসি।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাসসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, তাব্রাইজ শামসি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা।

অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড।