বাংলাদেশ ম্যাচে ফিরছেন উইলিয়ামসন

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চোট থেকে আগেই ফিরেছেন। খেলেছেন দুটি প্রস্তুতি ম্যাচও। তবে ঘাটতি ছিল ফিল্ডিংয়ে। সেই ঘাটতি পূরণ করেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফিরছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

আগামীকাল চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়াম নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে কেন থাকছেন কি-না তা নিয়ে ছিল শঙ্কা। তবে সেই শঙ্কা বেশি বাড়তে দেননি তিনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজেই এসেছেন কিউইদের নিয়মিত অধিনায়ক। জানিয়েছেন কাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন তিনি।

বিজ্ঞাপন

বিশ্বকাপে এখন পর্যন্ত দলের সেরা ব্যাটার ও অধিনায়ক মাঠে না নামলেও সেই অভাব বুঝতে দেননি বাকিরা। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে কিউইরা। পরের ম্যাচে সেই দাপুটে পারফরম্যান্স বাজায় রাখে নেদারল্যান্ডসের বিপক্ষেও জয় তুলেছে কিউইরা। সব মিলিয়ে দারুণ ছন্দে রয়েছে দলটি।

অন্যদিকে আফগানদের উড়িয়ে আসর শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে খেই হারিয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। তবে চেন্নাইয়ে স্পিন বান্ধব উইকেটে কিউই বধের ছক কষছে দলটি। তবে বাংলাদেশের সেই পরিকল্পনা বানচাল করতে এরইমধ্যে দলে ফেরার কথা জানিয়েছেন উইলিয়ামসন। তার ফেরা নিশ্চিতভাবেই বাড়তি শক্তিশালী করবে কিউইদের।