তারকাদের ছাড়াই শুরু জাতীয় ক্রিকেট লিগ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। স্বাভাবিকভাবেই দেশের মূল খেলোয়াড়রা আছেন সেখানেই। তাদের ছাড়াই শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ২৫তম আসর। যেখানে শুরুতে থাকছেন না বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ক্রিকেটাররাও। আগামী ১৪ অক্টোবর তিনটি এক দিনের ম্যাচ ও দুটি চার দিনের ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাবেন তারা। তবে বিশ্বকাপের দল থেকে বাদ পড়া আফিফ হোসেন, নাঈম শেখ ও শামীম পাটোয়ারীরা থাকছেন প্রথম থেকেই। 

আজ (বৃহস্পতিবার) একই সঙ্গে মিরপুর, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে দুই স্তরের চারটি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে জাতীয় লিগের প্রথম রাউন্ড। দ্বিস্তর পদ্ধতির লিগের এটাই শেষ আসর। আগামী বছর থেকে আবার এক স্তরে ফিরবে জাতীয় ক্রিকেট লিগ।

বিজ্ঞাপন

প্রথম রাউন্ডে আজ মিরপুরে মাঠে নেমেছে ঢাকা-রংপুর, সিলেটে লড়ছে সিলেট-ঢাকা মেট্রো, চট্টগ্রামে চট্টগ্রাম-বরিশাল এবং রাজশাহীতে খেলছে রাজশাহী-খুলনা।

ঢাকাঃ মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), রনি তালুকদার (সহ-অধিনায়ক), আব্দুল মজিদ, জয় রাজ শেখ ইমন, তাইবুর রহমান, শুভাগত হোম, নাদিফ চৌধুরী, মাহিদুল ইসলাম অংকন, নাজমুল ইসলাম অপু, সোহাগ রেজা, সুমন খান, তৌফিক আহমেদ, সালাউদ্দীন শাকিল, আনানমুল হক।

ঢাকা মেট্রোঃ সাদমান ইসলাম (অধিনায়ক), নাঈম শেখ (সহ-অধিনায়ক), আমিনুল ইসলাম বিপ্লব, নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব, আল-আমিন, জাহিদুজ্জামান সাগর, আবু হায়দার, কাজী অনিক ইসলাম, আরিফুল ইসলাম, শহীদুল ইসলাম, মানিক খান, মাহফিজুল ইসলাম রবিন, আনিসুল ইসলাম ইমন।

বরিশাল বিভাগঃ ইফতেখার হোসেন ইফতি, মঈনুল ইসলাম, আবু সায়েম চৌধুরী, ফজলে রাব্বি মাহমুদ, সালমান হোসেন ইমন, মঈন খান, হাফিজুর রহমান, মোজাম্মেল হোসেন শাকিল, সোহাগ গাজী, জাকারিয়া মাসুদ, কামরুল ইসলাম রাব্বি, রুয়েল মিয়া, শামসুল ইসলাম অনিক, শাহরিয়ার সাকিব।

খুলনাঃ কাজী নুরুল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, সৌম্য সরকার (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, আরিদুল ইসলাম আকাশ, আল আমিন হোসেন, আব্দুল হালিম, অমিত মজুমদার, সালমান হোসেন, টিপু সুলতান।

রাজশাহীঃ তাইজুল ইসলাম (অধিনায়ক), ফরহাদ হোসেন, জুনায়েদ সিদ্দিকী, সাব্বির রহমান, মেহরব হোসেন আহিন, শাখির হোসেনক, শাব্বির হোসেন, ইমরানুজ্জামান, সানজামুল ইসলাম, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, আসাদুজ্জামান পায়েল, মোহর শেখ অন্তর, হাবিবুর রহমান।

সিলেটঃ জাকির হাসান (অধিনায়ক), তৌফিক খান তুষার, মিজানুর রহমান সায়েম, ইমতিয়াজ হোসেন, জাকের আলী অনিক, আসাদুল্লাহ গালিব, রাহাতুল ফেরদৌস জাভেদ, আবু জায়েদ রাহী, সাঈদ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শাহানুর রহমান, জয়নুল ইসলাম, নাবিল সামাদ, তৌহিদ হোসেন ফেরদৌস।

চট্টগ্রামঃ ইরফান শুক্কুর (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী (সহ-অধিনায়ক), পিনাক ঘোষ, সাব্বির হোসেন, মমিমুল হক সৌরব, সৈকত আলী, শামীম হোসেন, নাঈম হাসান, জসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত মিশু, মেহেদী হাসান রানা, মেহেদী হাসান/ফাহাদ হোসেন, মঈনুল ইসলাম পাটোয়ারী, ইরফান হোসেন।

রংপুরঃ আরিফুল হক (অধিনায়ক), রবিউল হক (সহ-অধিনায়ক), মাহাদী মারুফ, মাইশুকুর রহমান, জাহিদ জাবেদ, মিম মোসাদ্দেক, তানবীর হায়দার খান, অনিক সরকার, আসাদুল্লাহ গালিব, সোহেল রানা, শাহিন আলম, সঞ্জিত সাহা, আবু হাসিম, নিহাদ উজ জামান।