টসে জিতে ফিল্ডিংয়ে অজিরা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২২ গজের মাঠে দক্ষিণ আফ্রিকা বরাবরই শক্তিশালী দল। তবে বিশ্বকাপ এলেই যেন চেপে বসে দুর্ভাগ্য। এখন পর্যন্ত হয়ে যাওয়া ১২ আসরের একটিতেও ফাইনালে পৌঁছায়নি দলটি। বিশ্বকাপের আগেও দলটি ছিলনা আলোচনায়। তবে তাদের প্রথম ম্যাচের পর নড়েচড়ে বসেছে সবাই। রাতারাতি দলটি গেছে আলাপ বনে। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের দিনে দলটি করেছিল বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৪২৮ রান। যেখানে তিন ব্যাটার পেয়েছে সেঞ্চুরির দেখা। অন্যদিকে ওয়ানডেতে নিজেদের ফর্মে নেই অস্ট্রেলিয়া। শেষ পাঁচটি একদিনের ম্যাচে জয়ের দেখা পেয়েছে কেবল একটিতে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের যাত্রা শুরু হয়েছে হার দিয়েই। এই দুই দল আজ মুখোমুখি হচ্ছে নিজেদের দ্বিতীয় ম্যাচে।

লক্ষ্ণৌতে টসে জিতে আগে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্স। একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে তারা। ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারির বদলে দলে ফিরেছেন মার্কাস স্টয়নিস ও জশ ইংলিশ। অন্যদিকে প্রোটিয়াদের একাদশে আছে এক পরিবর্তন। দলের স্পিন আক্রমণ বাড়াতে পেসার জেরাল্ড কুটসিয়ার বদলে দলে ফিরেছেন তাব্রাইজ শামসি। 

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা একাদশঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাসসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, তাব্রাইজ শামসি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা।

অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড।