আফগানদেরও অনায়াসে হারাল রোহিতের ভারত

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজেদের বোলিং আক্রমণ নিয়ে দম্ভ ছিল আফগানিস্তানের। ভারত ম্যাচের আগেও দলটির অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি বড়াই করে বলেছিলেন ভারতীয় বোলাদের নিয়ে মাথা ঘামাচ্ছেন না তারা। নেটে নিয়মিতই মুজিব-রশিদ-ফারুকীদের খেলতে হয় তাদের। তাই ব্যাট হাতে ভারতকে চ্যালেঞ্জ জানানোটাই আসল। স্কোরবোর্ডে লড়াই কারার মতো ভিতও পেয়েছিল আফগানরা। তবে সেই টার্গেট মামুলি বানিয়ে ৯০ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলেছে ভারত।

আগের দিন রান পাননি ভারতের দুই ওপেনারের কেউই। সেই আক্ষেপটাই এ ম্যাচে দূর করেছেন রোহিত ও কিষাণ। দু’জনে মিলে গড়েন ১৫৬ রানের পার্টনারশিপ। সেও মাত্র ১৮ ওভারে। ওই জুটির পর জয়ের রসদ পেয়ে যায় ভারত। ৬১ বলে বিশ্বকাপের সপ্তম সেঞ্চুরি হাঁকিয়ে সবাইকে ছাড়িয়ে যান রোহিত। এরপর ম্যাচ নিজেদের দিকে হেলিয়ে রোহিত ফেরেন ৮৪ বলে ১৩১ রানের ইনিংস খেলে।

বিজ্ঞাপন

বাকি কাজটা দায়িত্ব নিয়ে সেরেছেন আগের ম্যাচের নায়ক বিরাট কোহলি। এদিন অপরাজিত ছিলেন ৫৫ রানের ইনিংস খেলে। জয়ের পথে কোহলি সঙ্গ পেয়েছেন শ্রেয়াস আইয়ারের। দু’জনে মিলে দলকে জয় এনে দিয়েছেন ৯০ বল হাতে রেখে।

এর আগে আসরের প্রথম জয়ের খোঁজে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ৬৩ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে হাসমতউল্লাহ শাহিদির দল। এরপর ওমরজাইকে নিয়ে সেই চাপ কাটান আফগান অধিনায়ক। দু’জনে মিলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে যান।

তবে সেই ভিতটাকে পোক্ত দালান হিসেবে রূপ দিতে পারেনি আফগানদের বাকি ব্যাটাররা। রাশিদ-নাবীদের ব্যর্থতায় আফগানদের ইনিংস থামে ২৭২ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান আসে শাহিদির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করেন ওমরজাই।

ভারতীয় বোলারদের মধ্যে চার উইকেট তুলেছেন জাসপ্রিত বুমরাহ। ২ উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া।