শেষের ব্যর্থতায় তিন’শ ছোঁয়া হলো না আফগানদের

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসরের প্রথম জয়ের খোঁজে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ৬৩ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে হাসমতউল্লাহ শাহিদির দল। এরপর ওমরজাইকে নিয়ে সেই চাপ কাটান আফগান অধিনায়ক। দু’জনে মিলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে যান। তবে সেই ভিতটাকে পোক্ত দালান হিসেবে রূপ দিতে পারেনি আফগানদের বাকি ব্যাটাররা। রাশিদ-নাবীদের ব্যর্থতায় আফগানদের ইনিংস থেমেছে ২৭২ রানে।

এদিন টসে জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে আফগান ওপেনার গুরবাজ ও ইব্রাহিম। দু’জনেই শুরু পেয়ে ছিলেন। তবে ইনিংসটাকে লম্বা করতে পারেননি। রাহমাত শাহও একই। ৬৩ রানে ৩ উইকেট খুইয়ে বেশ চাপেই পড়ে আফগানরা।

বিজ্ঞাপন

সেই চাপ অবশ্য বেশ দক্ষতার সঙ্গেই সামলে নেয় শাহিদি ও ওমরজাই। চতুর্থ উইকেট জুটিতে ১২১ রান যোগ করে পরিস্থিতি সামলে নেন দু’জনে। ফিফটিও পেয়ে যান তারা। তাদের ব্যাটে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় আফগানরা।

তবে ফিফটির পর ওমরজাই ৬২ ও ৮০ রানে শাহিদি ফেরার পর ফের আফগানদের চেপে ধরে ভারতীয় বোলাররা। তাদের চাপে নাবী ও জাদরান ফিরে যান দ্রুতই। ইনিংস শেষ করে আসতে পারেননি রাশিদও। ফলে আফগানদের সংগ্রহ যতটা বড় হওয়ার কথা ছিল ততটা হয়নি। ইনিংস থেমেছে ৮ উইকেটে ২৭২ রানে।