টসে হেরে ফিল্ডিংয়ে ভারত

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের মাটিতে বিশ্বকাপ মিশন দারুণভাবেই শুরু করেছে ভারত। গত মাসে এশিয়া কাপ শিরোপা, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা, আইসিসি র‍্যাঙ্কিংয়ের তিন ফরম্যাটেরই শীর্ষে, সব মিলিয়ে ফর্মের তুঙ্গেই আছে স্বাগতিকরা। অন্যদিকে আফগানদের হাল ঠিক উলটো। চলমান ফর্মও নেই ভালো। বিশ্বকাপের শুরুটাও হয়েছে হার দিয়েই। এই দুই দল আজ মুখোমুখি হচ্ছে নিজেদের দ্বিতীয় ম্যাচে।

দিল্লিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামবে তারা। অন্যদিকে ভারতের দলে এসেছে এক পরিবর্তন। রবিচন্দ্রন অশ্বিনের বদলে একাদশে জায়গা পেয়েছেন শার্দূল ঠাকুর। ডেঙ্গু থেকে সেরে না উঠায় একাদশে এদিনও নেই শুভমান গিল। 

বিজ্ঞাপন

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিশান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ।

আফগানিস্তান একাদশঃ হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক।