হারের দিনে জরিমানাও গুনতে হয়েছে সাকিবদের

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানদের হারিয়ে বিশ্বকাপের যাত্রাটা বেশ দারুণভাবেই শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। তাতেই শেষ না। ১৩৭ রানে হারের পর গুনেছেন জরিমানাও। স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে।

এ দিনের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ প্রস্তাব করেন এই জরিমানার। বাংলাদেশ অধিনায়ক সেই শাস্তি মেনে নেয়ায় পরবর্তীতে আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন হয়নি।

বিজ্ঞাপন

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সেখানে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম বল করে সাকিবরা। ফলে আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী দলকে গুনতে হয় জরিমানা।

নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানার বিধান রয়েছে। জরিমানা ছাড়াও মাঠে শাস্তি পান সাকিব-মিরাজরা। শেষ ২ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে ১ জন ফিল্ডার কম রাখতে হয়েছে তাদের।