ভারতকে থামাতে পারবে আফগানরা?

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। দিল্লিতে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

নিজেদের মাঠে বিশ্বকাপ যাত্রাটি বেশ ভালোভাবেই শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে হারিয়েছে ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়াকে। গত মাসে এশিয়া কাপ শিরোপা, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা, আইসিসি র‍্যাঙ্কিংয়ের তিন ফরম্যাটেরই শীর্ষে, সব মিলিয়ে ফর্মের তুঙ্গেই আছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

অন্যদিকে বিশ্বকাপে তৃতীয়বারের মতো খেলতে আসা আফগানরা নিজেদের যাত্রা শুরু করেছে হার দিয়েই। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে ৬ উইকেটে হেরেছে তারা। ২০১৫ সালে বিশ্বকাপে নিজেদের প্রথম যাত্রাতেও বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল রশিদ-মুজিবরা।

দিল্লির এই মাঠে আসরের প্রথম ম্যাচে রান উঠেছিল ৭৫৪। ফলে ব্যাটিংয়ে বাড়তি নজর থাকবে দল দুটির। সেখানে সময়ের সেরা ব্যাটিং লাইন-আপে গড়া ভারতকে থামাতে বাড়তি আত্মবিশ্বাসেরও প্রয়োজন পড়বে আফগানদের।