আমাদের আটকানো যাবে না: সাকিব

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। সাকিব আল হাসানের দল ম্যাচ হেরেছে ১৩৭ রানের বিশাল ব্যবধানে। এমন হারের পর পয়েন্ট টেবিলেও স্থান হারাতে হয়েছে বাংলাদেশকে। ৪ থেকে ৬ নাম্বারে নেমে গেছে বাংলাদেশ। সঙ্গে বড় ব্যবধানে হারের প্রভাব পড়েছে নেট রান রেটও। তবে এখনি চিন্তার কিছু দেখছেন না সাকিব। বলছেন সামনে কঠিন প্রতিপক্ষ থাকলেও বাংলাদেশ দলকে আটকানো যাবে না।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে বাংলাদেশকে ৩৬৫ রানের বিশাল টার্গেট ছুড়ে ইংল্যান্ড। ম্যাচটা ওখানেই হেরে যায় বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভুল ছিল কি-না এমন প্রশ্ন ছিল সাকিবের কাছে।

বিজ্ঞাপন

উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অবশ্যই ভালো ছিল, তখন ঠাণ্ডা আবহাওয়া ছিল। গতকাল রাতে কিছুটা বৃষ্টি হয়েছে। তবে আমরা শুরুটা ভালো করিনি, বিশেষ করে প্রথম দশ ওভার। আপনি যদি তাদের সুযোগ করে দেন তখন তারা সবসময় আগ্রাসী হবে। তবে আমরা পরবর্তীতে ফিরে এসেছি। কিন্তু ততক্ষণে একটু দেরি হয়ে গেছে।’

ইংল্যান্ড অমন টার্গেট ছুড়ার পর বাংলাদেশ লক্ষ্য জয় ছিল কি-না এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আপনি যখন দশ ওভারে চার উইকেট হারান, তখন ৩৫০ করা কঠিন হবেই। তবে আমাদের একটি খুব ভাল পরিকল্পনা ছিল, কিন্তু আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। ব্যাটাররা যাওয়া আসার মধ্যে ছিল। প্রথম পাঁচ ছয় ওভার আমি বলে সুন্দর সুইং পাচ্ছিলাম। তখনই মোমেন্টাম চলে যায় ইংল্যান্ডের পক্ষে। এখানে ৩২০-৩৩০ করা সম্ভব যা আমরা করতে পারিনি।’

ম্যাচ হারলেও বাংলাদেশ যে হাল ছাড়ছে না; সেটিও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা দীর্ঘ টুর্নামেন্ট। আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সামনে কিছু কঠিন ম্যাচ আছে। আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের আটকানো যাবে না। আমাদের এগিয়ে যেতে হবে এবং ম্যাচের ইতিবাচক দিকগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে।’