জয়ের জন্য সাকিবদের ৩৬৫ রানের বিশাল লক্ষ্য

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজেদের প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিল বাংলাদেশ। তবে আজকের ম্যাচ যে কঠিন সেটি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড বুঝিয়ে দিয়েছে শুরুর দিকেই। ৪০ দশমিক ২ ওভারেই ৩০০ রান পেরিয়ে বড় সংগ্রহের পথে এগোয় তারা। তবে শেষ দিকে শরিফুল-মাহাদীর দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রানে থামে ইংলিশরা।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে এদিনও টসে জেতেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে ছিলেন না অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে দলে ফেরেন শেখ মাহাদী হাসান।

বিজ্ঞাপন

ব্যাট করতে নেমে পেসারদের বেশ দেখেশুনেই খেলতে থাকেন দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। সময় গড়ালে থিতু হন পিচে। ব্যক্তিগত ৫২ রানে সাকিবের শিকার হয়ে বেয়ারস্টো ফিরলে থামে তাদের ১১৫ রানের জুটি।

এরপর ইংলিশদের তারকা ব্যাটার জো রুটকে নিয়ে দারুণ ছন্দে এগোতে থাকেন মালান। ৯১ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ইংলিশদের দ্বিতীয় উইকেটের জুটিও পেরোয় শত রানে। শেষ পর্যন্ত দেড়শ পেরিয়ে এই জুটি থামে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা মাহাদীর বলে। ১৬ চার ও পাঁচ ছক্কায় ১০৭ বলে ১৪০ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফেরেন মালান।

এদিন বেশিক্ষণ টিকতে পারেননি ইংলিশ কাপ্তান জস বাটলার (২০)। ৪২তম ওভারের শেষ দুই বলে শরিফুলের জোড়া আঘাতে কিছুটা স্বস্তি এনে দেয় টাইগার শিবিরে। ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরির পথে এগোতে থাকা রুটকে (৮২) ফেরানোর পর লিয়াম লিভিংস্টোনকে ফেরান গোল্ডেন ডাকে।

বাকি ব্যাটাররা স্কোরবোর্ডে আনতে পারেননি আহামরি কোনো পরিবর্তন। শেষ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে কেবল ৬৬ রান যোগ করে ইংল্যান্ড।

মাহাদী নেন সর্বোচ্চ চার উইকেট, শরিফুল নেন তিনটি।