মালানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংলিশরা  

  • Apon tariq
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

কঠিন পরীক্ষা দিতে মাঠে নেমেছে বাংলাদেশ। তা বোঝা গেল ম্যাচের শুরুতেও। ইংল্যান্ডের দুই ওপেনারের নির্ভয় ব্যাটিংয়ে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল জয়ে ফিরতে কতটা মরিয়া তারা। ১৫ দশমিক ৩ ওভারেরই শতরানে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৬১ রান। 

বিজ্ঞাপন

একের পর এক বোলার পরিবর্তনেও উইকেটের দেখা পাচ্ছিল না সাকিব আল হাসানের দল। এবারও সেই কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দেন সাকিব নিজেই। তবে থামানো যাচ্ছেনা ডেভিড মালানকে। ৯১ বলে সেঞ্চুরি তুলে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে এদিনও টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে দলে ফিরেছেন শেখ মাহেদি হাসান। 

জবাবে ব্যাট করতে নেমে পেসারদের বেশ দেখেশুনেই খেলতে থাকেন দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। সময় গড়ালে থিতু হন পিচে। ব্যক্তিগত ৫২ রানে বেয়ারস্টো ফিরলে থামে তাদের ১১৫ রানের জুটি।

ইংলিশদের তারকা ব্যাটার জো রুটকে নিয়ে দারুণ ছন্দে এগোচ্ছেন মালান। ১৩৬ রানে অপরাজিত আছেন মালান। অপর প্রান্তে রুট খেলছেন ৬৯ রানে।