চাপ বাড়িয়ে ফিরলেন স্মিথ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। রানের খাতা না খুলেই সাজঘরের পথ ধরতে হয়েছে মিচেল মার্শের। এরপর অবশ্য স্মিথকে নিয়ে শুরুর ধাক্কা ভালোভাবেই সামলে নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তবে ব্যক্তিগত ৪১ রানে ফিরতে হয় তাকে। এরপর মার্নাস লাবুশেনকে নিয়ে বিশ্বকাপের প্রথম অর্ধ শতকের পথে হাঁটছিলেন স্মিথ। তবে শেষ পর্যন্ত ৪৬ রানে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। ফেরার আগে ধীর গতির ব্যাটে চাপ বাড়িয়েছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ২৭ ওভার শেষে ৩ উইকেট খরচায় ১১০ রান। দলকে টানছেন লাবুশেন। তাকে সঙ্গ দিতে উইকেটে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

বিজ্ঞাপন

এদিন ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি অস্ট্রেলিয়ার। জাসপ্রিত বুমরাহর গতির কাছে পরাস্ত হয়ে শুরুতেই ফিরতে হয় মিচেল মার্শের। শুরুর সেই চাপ অবশ্য ভালোই সামলে নিয়ে ছিলেন অজিদের বাকি দুই ব্যাটার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ।

পাওয়ার প্লেতে উইকেটে আর কোনো আঘাত আসতে দেননি তারা। ওয়ার্নার ছিলেন ফিফটির পথে। তবে শেষ পর্যন্ত তাকে থামতে হয়েছে কুলদীব যাদবের কাছে। সাজঘরে ফেরার আগে ৫২ বলে ৪১ রান আসে তার ব্যাট থেকে। এরপর লাবুশেনকে নিয়ে দেখেশুনে দলকে ভালো অবস্থানে নিতে লড়ছিলেন স্মিথ। তবে শেষ পর্যন্ত সেটা পেরে উঠেনি। উল্টো ৭১ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলকে চাপে ফেলে সাজঘরের পথ ধরেছেন তিনি।