ব্যাটিংয়ে টাইগাররা, একাদশে সাকিব-শান্ত-শরিফুল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-নিউজিল্যান্ডের ক্রিকেট লড়াই

বাংলাদেশ-নিউজিল্যান্ডের ক্রিকেট লড়াই

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এসে টস ভাগ্য সহায় হয়নি টাইগারদের। টস জিতে বোলিং বেছে নিয়েছেন কিউই ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। এ কারণে টস হেরে শুরুতে ব্যাট হাতে মাঠে নামছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। দলে জায়গা ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। দলে জায়গা হারিয়েছেন সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

বিজ্ঞাপন

স্বাগতিক নিউজিল্যান্ডের একাদশে ব্লেয়ার টিকনারের জায়গায় ঢুকেছেন অ্যাডাম মিলনে। মার্চ মাসে সিএসকে-র হয়ে আইপিএলে অভিষেকের পর এটিই হবে মিলনের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।

এর আগে দুদলই নিজেদের প্রথম ম্যাচে হার মেনেছে। বাংলাদেশ ও নিউজিল্যান্ড ধরাশায়ী হয়েছে পাকিস্তানের কাছে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিলনে।