এক পরিবর্তন নিয়ে সাফ জেতার লড়াইয়ে বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সাফের ফাইনালে আজ মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রতিপক্ষ আগের বারের রানার্স আপ নেপালই। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দুই দল নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে মাঠে নামবে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায়। 

এই ম্যাচে বাংলাদেশের একাদশে আছে একটা পরিবর্তন। মোসাম্মৎ সাগরিকার জায়গায় একাদশে এসেছেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। 

বিজ্ঞাপন

চোটের কারণে সেমিফাইনালে ছিলেন না শামসুন্নাহার। তিনি সুস্থ হওয়ায় সাগরিকার জায়গা হয়েছে আজ বেঞ্চে। 

এ নিয়ে ষষ্ঠ বারের মতো প্রতিযোগিতার ফাইনালে উঠল নেপাল। তবে রেকর্ডটা ভালো নয় দলটার। এর আগের পাঁচ ফাইনালেই হেরেছেন নেপালের নারীরা।

বিজ্ঞাপন

বাংলাদেশের ফাইনালে ওঠার নজির কম হলেও চূড়ান্ত সফলতার নজির আছে। ২০২২ সালে এই নেপালকে হারিয়েই সাফ শিরোপা জিতেছিলেন সাবিনা খাতুনরা। আজ সে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর মিশনেই নামছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ
রুপনা চাকমা;
মাসুরা পারভিন, শিউলি আজিম, আফঈদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র;
মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন;
তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।