সাফজয়ী সাবিনাদেরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে এই ট্রফি জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশ। এই জয়ের আনন্দে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসার মুহাম্মদ ইউনূস।
এক অভিনন্দন বার্তায় মোহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের নারী ফুটবল দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন। আমি আপনাদের সাফল্যে গর্বিত। পুরো দেশ জাতি আপনাদের কৃতিত্বে গর্বিত। এই সম্মান, সাফল্য ও কৃতিত্ব যে খেলোয়াড়রা বয়ে এনেছে তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’ এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফিরে আসার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো নারী ফুটবল দলের এই সাফল্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুঠোফোনে বিজয়ী নারী দলকে অভিনন্দন জানান। বিকেলে বাফুফে ভবনে চ্যাম্পিয়ন নারী দলের সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রীড়া উপদেষ্টা।
বিজয়ী নারী ফুটবল দল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে কাঠমান্ডু থেকে দেশে ফিরে আসছে। বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত নারী ফুটবল দল ছাদখোলা বাসে নিয়ে আসা হচ্ছে। দু’বছর আগে এই টুর্নামেন্টে জেতার পর এমন ছাদখোলা বাসে চড়েই নারী ফুটবল দল বাফুফেতে এসেছিল। এবারো সেই আয়োজন থাকছে।