সাকিব আফগানদের বিপক্ষে খেলবেন কি না, জানাল বিসিবি

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সাকিব আল হাসান আছেন? নাকি নেই? এই প্রশ্নের উত্তর শেষ কিছু দিনে খোঁজা হচ্ছিল। সব প্রশ্নের শেষে আজ বসেছিল বিসিবির বোর্ড সভা। তার আগে সভাপতি ফারুক আহমেদ জানালেন, সাকিব এই সিরিজে থাকছেন। 

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে বাংলাদেশ। এই টেস্ট সিরিজের পরপরই বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে খেলতে আমিরাতে যাবে দল। ৬ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের তিন ওয়ানডের সিরিজ। 

বিজ্ঞাপন

ফরম্যাট ওয়ানডে, যা থেকে সাকিব এখনও অবসর নেননি। যার ফলে তিনি এই সিরিজে থাকবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছিল। আজ এ বিষয়ে উত্তরটা দিলেন সভাপতি ফারুক।

তিনি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব সিলেকশনের জন্য অ্যাভেইলেবল। যেহেতু এখনো দল দেয়নি তার মানে অ্যাভেইলেবল আছে সে।’

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টটি খেলে অবসর নেওয়ার আগ্রহ জানিয়েছিলেন সাকিব। তাকে নিয়েই দল সাজিয়েছিল বিসিবি। তবে নিরাপত্তাজনিত কারণে শেষমেশ দেশে আসা হয়নি তার। আন্দোলনের মুখে তার দেশে আসার পরিকল্পনা বাতিল হয়। 

এরপর থেকে প্রশ্ন উঠে গিয়েছিল তার দলে থাকা নিয়েও। এবার সভাপতির কথাতে সেটা পরিষ্কার হলো যে, দেশের বাইরে খেলতে সমস্যা নেই সাকিবের।