সৌদিতে বড় শিরোপার আক্ষেপ কবে কাটবে রোনালদোর?
ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর সৌদি কিংস কাপ থেকে বিদায় নিয়েছে। আল তাউনের বিপক্ষে ১-০ গোলের এই হারটা ঠেকানোর সুযোগ এসেছিল খোদ রোনালদোর সামনে। তবে তিনি তা কাজে লাগাতে পারেননি। পেনাল্টি মিস করেছেন শেষ মুহূর্তে। আর তাতেই বিদায়ঘণ্টা বেজে গেছে আল নাসরের।
পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিয়েছেন গেল বছরের জানুয়ারিতে। প্রায় দুই বছরের কাছাকাছি কাটিয়ে দিলেও এই ক্লাবে এখন পর্যন্ত কোনো বড় শিরোপা জিততে পারেননি রোনালদো।
সৌদি আরবের প্রধান নকআউট টুর্নামেন্টের শেষ ষোলতে গত মঙ্গলবার খেলতে নেমেছিল দুই দল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটের মাথায় গোল পেয়ে যায় আল তাউন। ওয়ালিদ আল আহমাদের এই গোলেই জয় পায় দলটা।
তবে তিনি নিজেদের বক্সে ফাউল করে আল নাসরকে সুযোগ দিয়েছিলেন ম্যাচে ফেরার। যোগ করা সময়ে তার এই ফাউল পেনাল্টি এনে দেয় আল নাসরকে। ক্লাবটির হয়ে এর আগে ১৮টি পেনাল্টি নিয়ে সফল হয়েছিলেন রোনালদো, তবে এবার হতে পারেননি। তার পেনাল্টি চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
স্তেফান পিওলির অধীনে এটাই প্রথম হার আল নাসরের। ক্লাবটার শিরোপা জয়ের আশা অবশ্য শেষ হয়ে যায়নি। যদিও সৌদি প্রো লিগে তারা আট ম্যাচ পরই লিগের শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে পড়েছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেয়েছে দলটা।