রাতে ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি টাইগাররা
আনুষ্ঠানিক অনুশীলন শেষে আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। স্বাগতিক ওমানের 'এ' দলকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে টাইগাররা। এখন অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার পালা।
টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশ্বিক আসরকে সামনে রেখে আজ মঙ্গলবার, ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় রাত ৮টায় আবুধাবির টলারেন্স ওভালে শুরু হবে ম্যাচ। তবে ভক্ত-সমর্থকদের জন্য মন খারাপ করা খবর হলো, টিভির পর্দায় উপভোগ করা যাবে না ম্যাচটি।
তবে খারাপ খবর আছে টাইগারদের জন্য। প্রথম অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে অনিশ্চিত হয়ে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পিঠের চোট নিয়ে অবশ্য ওমান 'এ' দলের বিপক্ষে খেলেননি টাইগারদের টি-টোয়েন্টি ক্যাপ্টেন।
সুখবরও আছে দলের জন্য। রাজস্থানের হয়ে আইপিএল খেলে জাতীয় দলে যোগ দিয়েছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান। গতকাল আবুধাবিতে দলের সঙ্গে অনুশীলনও সেরে নিয়েছেন ফিজ। সাকিব আল হাসান দলে ফিরবেন আইপিএলের মিশন শেষ করে।
মুস্তাফিজের রাজস্থান রয়্যালস আইপিএল থেকে বিদায় নিলেও সাকিবের কলকাতা দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠে দেখছে ফাইনালের স্বপ্ন।
আগামীকাল বুধবার, ১৩ অক্টোবর অনুশীলন শেষে ১৪ অক্টোবর দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচ দুটি শেষ করে ১৫ অক্টোবর ওমানে ফিরে যাবে মাহমুদউল্লাহর দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটে হবে প্র্যাকটিস।
১৭ অক্টোবর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানকে মোকাবেলা করবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশ লড়াই করবে পাপুয়া নিউগিনির বিপক্ষে।