একের পর এক চোট ভাবাচ্ছে ব্রাজিলকে
৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামীকাল সকালে নামবে ভেনেজুয়েলার বিপক্ষে। ম্যাচটার আগে সেলেসাওরা রীতিমতো চোটে জেরবার। নেইমারকে কোচ দরিভাল জুনিয়র স্কোয়াডেই রাখেননি।
যাদের রেখেছিলেন, সে রদ্রিগো গোয়েজ আর এডার মিলিতাও ছিটকে গেছেন স্কোয়াড থেকে। রদ্রিগো নেই এক মাসের জন্য, আর মিলিতাওয়ের ফিরতে ফিরতে লেগে যাবে চলতি ইউরোপীয় মৌসুমের শেষ পর্যন্ত। তবে কোচ দরিভাল জুনিয়র জানালেন রদ্রিগোর জায়গা পূরণ নিয়ে তার সমস্যা নেই, ভিনিসিয়ুস জুনিয়রকে দিয়ে সে জায়গাটা পূরণের ভাবনা মাথায় রেখেছেন তিনি।
গেল অক্টোবরের উইন্ডোয় ভিনিকে চোটের কারণে পায়নি ব্রাজিল। তবে ঘাড়ের সে চোট থেকে ভিনি সুস্থ হয়ে রিয়ালের হয়ে খেলেছেন, সবশেষ ম্যাচে হ্যাটট্রিকও করেছেন। সেই তাকে শুরুর একাদশে খেলাবেন কোচ দরিভাল।
তবে তাকে ভাবাচ্ছে মিলিতাওয়ের চোট। দরিভাল বলেন, ‘আমি মনে করি আমাদের শেষ কিছু দিনে বেশ জটিল পরিস্থিতি যাচ্ছে চোট নিয়ে। একটার পর একটা খেলোয়াড়কে চোটের জন্য হারাতে হচ্ছে, এখন যেমন মিলিতাওকেও হারাতে হলো!’
এখানেই শেষ নয়। মিডফিল্ডার আন্দ্রে আর লেফটব্যাক গিলের্মে আরানইয়াও চোট পেয়ে বসেছেন। তাদের আগামী ম্যাচে পাচ্ছে না সেলেসাওরা।
তিনি বলেন, ‘ভেনেজুয়েলা ম্যাচের পর একটা বড় পরীক্ষা হবে, তারপর আমরা প্রয়োজনীয় পরিবর্তনগুলো আনব। তবে এখন আমাদের সামনে যে চোটগুলো আছে, সেসব সামলানো নিয়ে ভাবতে হবে।’