মনোবল ফেরাতে টিম হোটেলে বাফুফে সভাপতি
বাংলাদেশ ফুটবল দল ফিফা প্রীতি ম্যাচে গতকাল ১-০ গোলে হেরেছে। তবে ম্যাচে সুযোগ তৈরি করেছিল অহরহ। এরপরও হার দলের মনোবলে বড় প্রভাবই ফেলতে পারে। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালেন খোদ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। দলকে সাহস যোগাতে টিম হোটেলে গিয়ে হাজির হলেন তিনি।
আজ সকালে তিনি গিয়ে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন। সেখানে দলের সঙ্গে নাস্তাও করেছেন তিনি। দলের মনোবল বাড়াতে অনুপ্রেরণামূলক কথাও বলেছেন তিনি। শুধু বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেই দেখা করেননি তিনি। বাংলাদেশের অতিথি মালদ্বীপ জাতীয় ফুটবল দলের সঙ্গেও দেখা করেছেন তিনি।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটি রেখেছেন নিজের অধীনেই, তিনিই এই কমিটির চেয়ারম্যান। গতকাল ম্যাচে তিনি হাজির ছিলেন স্টেডিয়ামে। আজ গিয়ে হাজির হলেন টিম হোটেলেই।