আইপিএল মিশন শেষে দলে ফিরবেন সাকিব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে রোববার, ১০ অক্টোবর আবুধাবিতে পৌঁছে গেছে বাংলাদেশ দল। সেখানে টাইগারদের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। করেছেন অনুশীলনও। 

কেননা প্লে-অফের টিকিট ছিনিয়ে নিতে পারেনি রাজস্থান রয়্যালস। এ কারণে আইপিএল মিশন শেষ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের। 

বিজ্ঞাপন

এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সাকিবের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) পৌঁছেছে গেছে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে। এই ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে হারাতে পারলে ফাইনালে উঠে যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল।

যে কারণে টাইগারদের সঙ্গে এখনই যোগ দিচ্ছেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার। আইপিএল শেষ করেই জাতীয় দলে যোগ দিবেন সাকিব। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি'র পরিচালক আকরাম খান।

বিজ্ঞাপন

টাইগারদের বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিবকে নিয়ে আকরাম খান বলেন, ‘খেলোয়াড়রা বিশ্বকাপের আগে যত ম্যাচ খেলতে পারবে তত ভালো। বিশেষ করে ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি, এটা ওর (সাকিব) জন্য, দলের জন্যও ভালো।  সে ওখানে খেলছে সেটা আমাদের জন্য ভালো, যখনই খেলা শেষ হবে, তখনই সে দলের সঙ্গে যোগ দেবে।'