টাইগারদের লাল-সবুজের বিশ্বকাপ জার্সি উন্মোচন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের বিশ্বকাপ জার্সির আনুষ্ঠানিক উন্মোচন

বাংলাদেশের বিশ্বকাপ জার্সির আনুষ্ঠানিক উন্মোচন

নতুন জার্সি গায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতাবে বাংলাদেশ। অবশ্য তার আগে নতুন জার্সিতে স্বাগতিক ওমানের 'এ' দলের বিপক্ষে একটি আন-অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচও খেলে ফেলেছে টাইগাররা।

সোমবার রাজধানীর এক হোটেলে হোম অ্যান্ড অ্যাওয়ে জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

অনেকটা ২০০৪-০৫ সালের জার্সির আদলে নকশায় করা হয়েছে এবারের জার্সি। হোম ম্যাচের জার্সি পুরোটাই সবুজ। তাতে রয়েছে জলছাপ। তবে কাঁধের ওপরের অংশটা কেবল লাল। 

অ্যাওয়ে জার্সিতে নিচের অংশে থাকবে কিছুটা সবুজ। বাকিটা লাল। তবে কাঁধের ওপরে থাকবে সবুজ। 

বিজ্ঞাপন

প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি করা হয়েছে বাংলাদেশের এবারের বিশ্বকাপ জার্সি। জার্সির সামনের অংশ তৈরি করা হয়েছে প্লাস্টিক বর্জ্য থেকে প্রস্তুত রিসাইকেল জ্যাকার্ড ফেব্রিক দিয়ে। জার্সির পেছনের অংশে ব্যবহার করা হয়েছে ম্যাশ ফেব্রিক দিয়ে। যার মাধ্যমে বায়ু চলাচল করতে পারবে। সংযুক্ত আরব আমিরাতের উষ্ণ আবহাওয়ার কথা মাথায় রেখেই বানানো হয়েছে এই জার্সি।

১৩ই অক্টোবর থেকে আড়ং'র সকল আউটলেট, আড়ং'র অনলাইন প্ল্যাটফর্ম আড়ং ডটকম ও আড়ংয়ের অফিশিয়াল অ্যাপেও মিলবে বিশ্বকাপের নতুন জার্সি। 

বড়দের জার্সির দাম পড়বে ১৪০০ টাকা। আর ছোটদের জার্সি মিলবে ১০০০ টাকায়।