জয়ে ফাইনালের স্বপ্ন টিকে রইল সাকিবের কলকাতার
আইপিএলের ফাইনালের আশা জিইয়ে রাখল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দাপুটে পারফরম্যান্সে ছিনিয়ে নিল দ্বিতীয় কোয়ালিফাইয়ারের টিকিট। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে ৪ উইকেটে। দুই বল হাতে রেখেই সাকিবরা জিতে যায় টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে। আর ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিল বেঙ্গালুরু।
১৩ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফাইয়ারে দিল্লী ক্যাপিটালসকে হারাতে পারলে ফাইনালে উঠে যাবে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল।
বল হাতে অবশ্য সেভাবে দাপট দেখাতে পারেননি সাকিব আল হাসান। চার ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য থেকে যান বিশ্বসেরা এ অলরাউন্ডার।
তবে শেষ দিকে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে খানিকটা ঝলক দেখান সাকিব। ছয় বলে এক বাউন্ডারিতে ৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তবেই মাঠ ছাড়েন সাকিব। জয়সূচক রানও আসে এ ক্রিকেট মহাতারকার ব্যাট থেকে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ১৩৮ রানের স্কোর গড়ে বেঙ্গালুরু।
ক্যাপ্টেন বিরাট কোহলি খেলেন ৩৯ রানের দারুণ এক ইনিংস। আর দেবদূত পাডিকাল দলীয় স্কোরে যোগ করেন ২১ রান।
কলকাতার হয়ে চার উইকেট শিকার করেন ম্যাচসেরা সুনীল নারিন। দুই উইকেট নেন লকি ফার্গুসন।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৩৯ রানের স্কোর ছুঁয়ে ফেলে কলকাতা।
কলকাতাকে শাবমান গিল ২৯, ভেনকাটেশ আইয়ার ২৬, সুনীল নারিন ২৬ ও নিতিশ রানা ২৩ রান এনে দেন।
বেঙ্গালুরুর হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, হার্শাল প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল।