এলপিএলের প্লেয়ার্স ড্রাফটে আট টাইগার ক্রিকেটার
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটে জায়গা পেয়েছেন বাংলাদেশের আট ক্রিকেটার। শ্রীলঙ্কার ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে আগ্রহী মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, মেহেদী হাসান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও এবাদত হোসেন।
এবারের এলপিএলের জন্য খেলোয়াড় নিবন্ধন শুরু হয়েছে গত ২৪ সেপ্টেম্বর থেকে। তা চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। এখনো পর্যন্ত ৬৯৯ জন আন্তর্জাতিক ক্রিকেটার নিজেদের নাম লিখেছেন এলপিএলের প্লেয়ার্স ড্রাফটে।
টুর্নামেন্টের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৪ জন স্থানীয় খেলোয়াড়ের সঙ্গে দলে ছয়জন করে বিদেশি ক্রিকেটার টানতে পারবে। সে হিসাবে পাঁচ দলে সুযোগ পাবেন সব মিলিয়ে ৩০ জন বিদেশি ক্রিকেটার। তবে প্রতি ম্যাচে প্রতি দলের হয়ে কেবল ৪ জন বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসরের পর্দা উঠবে আগামী ৫ ডিসেম্বর। শ্রীলঙ্কার এ ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।