বৃষ্টির হানায় টাইগার-কিউইদের খেলা বন্ধ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উইকেট নিয়েছেন মেহেদী হাসানও

উইকেট নিয়েছেন মেহেদী হাসানও

বৃষ্টি এসে হানা দিয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে। যে কারণে খলা আপাতত বন্ধ রয়েছে।

স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১০২ রান দাঁড়াতেই ন্যাপিয়ারের ম্যাকলিন পার্কে বৃষ্টি এসে বাগড়া দিয়ে বসে। উইকেটে রয়েছেন গ্লেন ফিলিপস (৩০ ব্যাটিং) ও মার্ক চ্যাপমান (২ ব্যাটিং)।

বিজ্ঞাপন

কিউইদের চতুর্থ উইকেটটি নিয়েছেন মেহেদী হাসান। তিনি ফেরান উইল ইয়ংকে (১৪)।

দুরন্ত বোলিংয়ে শুরুতে স্বাগতিক নিউজিল্যান্ডকে চাপে ফেলে বাংলাদেশের বোলাররা। ১৯ রানের ব্যবধানে ফেলে দেয় তিন উইকেট। যার দুই উইকেট আসে টানা দুই বলে। তাসকিন আহমেদের পর বল হাতে তোপ দাগিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম বিদায় করেন ওপেনার মার্টিন গাপটিল (২১) ও ওয়ানডাউনে নামা ডেভন কনওয়েকে (১৭)।

বিজ্ঞাপন

তার আগে তিন বছর পর টি-টোয়েন্টিতে ফিরেই উইকেটের দেখা পান তাসকিন আহমেদ। টাইগারদের ব্রেক থ্রু এনে দেন তারকা এ পেসার। এবং সেটা নিজের প্রথম ওভারেই। পেয়ে যান ওপেনার ফিন অ্যালেনের উইকেট।