স্বপ্ন দেখালেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার
দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে এবার ব্রাজিল তেমন সুবিধা করে উঠতে পারছে না। সবশেষ ম্যাচে ড্র করেছে দলটা। দলের এমন পারফর্ম্যান্সের পর তাদের ওপর সমর্থকদের বীতশ্রদ্ধ হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ ডিফেন্ডার মারকিনিয়োস ভক্তদের সমর্থন চাইলেন।
আগামীকাল বুধবার বাংলাদেশ সময় সকালে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। সালভাদরে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে। এই ম্যাচের আগে ব্রাজিল আছে তালিকার চতুর্থ স্থানে। ১১ ম্যাচ থেকে ৫ ম্যাচে জিতেছে দলটি, হেরেছে ৪ ম্যাচে, ড্র করেছে দুটিতে, তাদের ঝুলিতে আছে ১৭ পয়েন্ট।
উরুগুয়ে আছে তালিকার দ্বিতীয় স্থানে। আগামীকাল সকালের এই ম্যাচে জিতলে, ওদিকে কলম্বিয়া জিততে না পারলে উরুগুয়েকে টপকে দুইয়ে চলে আসবে ব্রাজিল। কনমেবল বাছাইপর্ব থেকে ছয়টি দল এবার সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে।
এই ম্যাচের আগে মারকিনিয়োস বলেন, ‘যদিও অনেক কিছু বিষয়ের পর মানুষের আশাটা হারিয়ে যাওয়া স্বাভাবিক বিষয়, কিন্তু আমরা বলব জাতীয় দলের ওপর থেকে আবেগটা হারাবেন না দয়া করে।’
‘আমরা হয়তো আরও কিছু ভুল করব, এমন একটা সময়ে আছি আমরা। দলে পরিবর্তন এসেছে, খেলোয়াড়ে পরিবর্তন এসেছে। তবে আমরা দিন যত গড়াবে, এই ভুলের সংখ্যাটা কমাতে থাকব। এটাই আমাদের আনন্দ দেবে।’
ব্রাজিল বর্তমানে শীর্ষস্থানের ধারেকাছেও নেই। যদিও প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে থাকা প্রায় রেওয়াজেই পরিণত হয়েছিল তাদের। তবে মারকিনিয়োস জানালেন, তাদের দল শীর্ষে যাওয়ার ইচ্ছেটা পুষে রেখেছে মনে।
তিনি বলেন, ‘আমরা যতদিন সুবিধাজনক অবস্থানে আছি, ততদিন পর্যন্ত পয়েন্ট টেবিল নিয়ে ভাবনার দরকার নেই। জয় নিয়ে আমরা টেবিলের শীর্ষে যেতে চাই, আমাদের কাজের ধারাটা আরও ভালো করতে চাই, আত্মবিশ্বাস অর্জন করতে চাই।’