১৮ মাস পর জাহানারাকে ডাকল বাংলাদেশ
১৮ মাস পর ওয়ানডে দলে ফিরলেন পেসার জাহানারা আলম। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ এই পেসার।
জাহানারার সঙ্গে দলে ফিরেছেন ওপেনার শারমিন আক্তার সুপ্তাও। তিনি সর্বশেষ গত বছরের জুলাই মাসে খেলেছিলেন জাতীয় দলে। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার সানজিদা আখতার মেঘলা এবং শীর্ষ সারির ব্যাটার তেজ নাহার।
সর্বশেষ মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ওয়ানডে দলের সদস্য দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি এবং ফারজানা হক লিসাকে এই সিরিজে বাদ দেওয়া হয়েছে।
আয়ারল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে ২৭ এবং ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এরপর সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ এবং ৯ ডিসেম্বর।
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২২ নভেম্বর ঢাকায় পৌঁছাবে।
বাংলাদেশ দল
মূল দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুরশিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তেজ নাহার এবং সানজিদা আখতার মেঘলা।
স্ট্যান্ডবাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সারমিন সুলতানা এবং ফারিহা ইসলাম তৃষ্ণা।