তাসকিনের পর সাইফুদ্দিন-শরিফুলের তোপ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ সাইফুদ্দিন

মোহাম্মদ সাইফুদ্দিন

দুরন্ত বোলিং শুরু করেছে টাইগাররা। তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। তাসকিন আহমেদের পর বল হাতে তোপ দাগিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম। দুজনে মিলে বিদায় করেছেন ওপেনার মার্টিন গাপটিল ও ওয়ানডাউনে নামা ডেভন কনওয়েকে।

তার আগে তিন বছর পর টি-টোয়েন্টিতে ফিরেই উইকেটের দেখা পান তাসকিন আহমেদ। টাইগারদের ব্রেক থ্রু এনে দেন তারকা এ পেসার। এবং সেটা নিজের প্রথম ওভারেই। পেয়ে যান ওপেনার ফিন অ্যালেনের উইকেট।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের সংগ্রহ এখন ১০ ওভারে ৩ উইকেটে ৮১ রান। উইকেটে আছেন এখন গ্লেন ফিলিপস (১৯ ব্যাটিং) ও উইল ইয়ং (৬ ব্যাটিং)।

তার আগে টস জিতে বোলিং বেছে নিয়েছে টাইগাররা। নিউজিল্যান্ড সফরে এই প্রথম টস জিতল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই টস হেরে ছিলেন ক্যাপ্টেন তামিম ইকবাল। প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে এসে টস জিতলেন টি-টোয়েন্টি অধিনায়ক।

বিজ্ঞাপন

মুস্তাফিজুর রহমানকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের জন্য দল থেকে ছিটকে গেছেন এ তারকা পেসার। তার বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ। তিন বছর পর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলছেন তাসকিন। তবে ইনজুরির কারণে এ ম্যাচেও খেলছেন না মুশফিকুর রহিম।

কিউই দলেও পরিবর্তন এসেছে একটি। পেসার লকি ফার্গুসনের জায়গায় দলে ঢুকেছেন অ্যাডাম মিলনে।

প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ন্যাপিয়ারে আজ (৩০ মার্চ, মঙ্গলবার) জিতলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে কিউইদের। সিরিজ বাঁচাতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (ক্যাপ্টেন), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (ক্যাপ্টেন), ইশ সোধি, হামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।