জয়ের জন্য টাইগারদের দরকার ২১১

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

৮ রানের জন সেঞ্চুরি মিস করেন ডেভন কনওয়ে

৮ রানের জন সেঞ্চুরি মিস করেন ডেভন কনওয়ে

ডেভন কনওয়ে ও উইল ইয়াং’র দাপুটে ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ২১১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড।

হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে ডেভন-ইয়াংর ব্যাটে ৩ উইকেট হারিয়ে কিউইরা সংগ্রহ করে ২১০ রান।

বিজ্ঞাপন

পুঁজিটা বড় হলেও শুরুতে বিপদেই পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। শূন্য রানে অভিষিক্ত ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন আরেক অভিষিক্ত নাসুম আহমেদ। দলীয় স্কোর তখন ১ রান মাত্র। পরে মার্টিন গাপটিলকেও (৩৫) ফেরান নাসুম।

তবে শুরুর ধাক্কা সামলে উঠে হার না মানা ৯২* রানের চমৎকার এক ইনিংস খেলেন ডেভন কনওয়ে। ওয়ানডাউনে নেমে মাত্র ৮ রানের জন্য মিস করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। তার ৫২ বলের দুরন্ত ইনিংসে ছিল ১১ চার ও ৩ ছক্কা।

বিজ্ঞাপন

ব্যাট হাতে ফিন ব্যর্থ হলেও অভিষেকে আলো ছড়িয়েছেন উইল ইয়াং। দাপুটে ব্যাটিংয়ে পেয়েছেন হাফ-সেঞ্চুরি। তার ৫৩ রানের ইনিংসে ছিল ২টি চার ও চারটি ছক্কা।  

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২১০/৩, ২০ ওভার (ডেভন ৯২*, ইয়াং ৫৩, গাপটিল ৩৫, ফিলিপস ২৪; নাসুম ২/৩০ ও মেহেদি ১/৩৭)।