কাকরাইল দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা শ্রদ্ধা জানাবেন এরশাদকে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাকরাইলের দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন সারাদেশের নেতাকর্মীরা।

আরও পড়ুন: এরশাদ মারা গেছেন

জাতীয় পার্টির শীর্ষ নেতারা আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে রোববার (১৪ জুলাই) দুপুরে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

আরও পড়ুন: এরশাদ-এক রাজনৈতিক অধ্যায়

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সিএমএইচে আমাদের পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ প্রেসিডিয়ামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই মিলেই জানাজা ও দাফনের সূচি ঠিক করেছেন। সে অনুসারে ১৪ জুলাই বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে প্রথম নামাজে জানাজা হবে। ১৫ জুলাই সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে দ্বিতীয় নামাজে জানাজা। ওই দিন বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির কাকরাইল আফিসে নেওয়া হবে মরদেহ। সেখানেই সারাদেশের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।’

আরও পড়ুন: এরশাদ-এক রাজনৈতিক অধ্যায়

ওই দিন বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এ তৃতীয় জানাজা হবে। রাতে সিএমএইচের হিমঘরে রাখা হবে মরদেহ। ১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টারে মরদেহ রংপুরে নেওয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে/ ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজার পর বিকেলে তাকে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হবে। এরপর বুধবার (১৭ জুলাই) গুলশান আজাদ মসজিদে বাদ আসর প্রয়াত এরশাদের কুলখানি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।