এরশাদ সব ধর্ম বর্ণের সহাবস্থানের রাজনীতি-প্রবর্তক

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা : জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, এরশাদ এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি প্রবর্তন করে সকল ধর্ম-বর্ণের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছেন। সংখ্যালঘুদের প্রতি সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাঁর নীতি ও আদর্শ আমাদের কাছে ঐতিহ্য হয়ে থাকবে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বাংলাদেশে সফররত ভারতের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জি.এম. কাদের বলেন, ‘ভারতের সাথে আমাদের সুসম্পর্ক অত্যন্ত সুনিবিড়। দু’দেশের মধ্যে বিরাজমান সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সম্পর্ক আগামী দিনে আরো শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি।’

জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহ্যগত। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে জঙ্গীবাদ কিছুটা সমস্যা সৃষ্টি করেছিল। সবার সম্মিলিত প্রতিরোধে জঙ্গীবাদের অপচেষ্টা নস্যাৎ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করলেও হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কল্যাণ ট্রাস্ট স্থাপন করে সকল ধর্মের জন্য সমান সুযোগ নিশ্চিত করেছেন।’

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সরকার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা সেলিমুর উদ্দিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এমএ রাজ্জাক খান রাজ্জাক, সুজন দে প্রমুখ।

ভারতের ১৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের মধ্যে বক্তব্য রাখেন আসামের ব্যতিক্রম-মাসডো’র চেয়ারম্যান ড. সৌমেন ভারদীয়া, দৈনিক আজকালের চিফ রিপোর্টার তরুণ চক্রবর্তী, আসামের এমজেএল গ্রুপের চেয়ারম্যান জেহেরুল ইসলাম, উত্তর প্রদেশের বিশিষ্ট ব্যবসায়ী বিজয় নাইডু, ফ্রেন্ডস অব বাংলাদেশ আসামের প্রেসিডেন্ট বিভূতি দত্ত, সংগীত শিল্পী মনোজ কুমার শীল, অর্থনীতিবিদ মুকুল চন্দ্র গোগই, আসামের বিশিষ্ট শিল্পপতি সুবিনয় চক্রবর্তী, সমাজকর্মী মৃদুল সাহা।

এসময় সফরকারী সদস্যরা এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করেন।