সিএমএইচ আইসিইউ লাউঞ্জে উদ্বিগ্ন জাপার কর্মীরা

  • সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্বিগ্ন জাপার নেতা-কর্মীরা, ছবি: সংগৃহীত

উদ্বিগ্ন জাপার নেতা-কর্মীরা, ছবি: সংগৃহীত

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউ লাউঞ্জে জাতীয় পার্টির কর্মীদের উদ্বিগ্ন সময় কাটছে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্বাস্থ্যের বিষয়ে কোনো খবর নেই তাদের কাছে।

আইসিইউ লাউঞ্জে স্থাপিত মনিটরটিও এখন বন্ধ। ২৬ জুন ভর্তির পর সব সময় মনিটরে এরশাদকে দেখানো হতো। কিন্তু রোববার (৩০ জুন) বিকাল থেকে বন্ধ করে দেওয়া হয় মনিটর। আগে দুর থেকে মনিটরে দেখে স্বস্তি বোধ করতেন কর্মী ও পরিবারের লোকজন, এখন সেটিও নেই।

বিজ্ঞাপন

সারারাত ধরে জেগে থাকা নেতাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইয়াসির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, যুব নেতা জিল্লুর রহমান। সকালে হাজির হয়েছেন নাজমা আকতার।

দিনের আলো ফুটতে শুরু হলে একে একে অনেকেই হাজির হতে থাকেন হাসপাতালে। সবার মুখই মলিন।

নাজমা আকতার বার্তা২৪.কমকে বলেন, 'প্রধানমন্ত্রী সকাল ৮টায় স্যারকে (এরশাদ) দেখতে আসবেন বলে শুনেছি।'