এরশাদের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হুসেইন মুহম্মদ এরশাদের পাশে তার স্ত্রী রওশন এরশাদ, ছবি: সংগৃহীত

হুসেইন মুহম্মদ এরশাদের পাশে তার স্ত্রী রওশন এরশাদ, ছবি: সংগৃহীত

জাতীয় সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার পঞ্চাশ ভাগ উন্নতি হয়েছে।’

সিএমএইচ’র চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘চিকিৎসকরা কিছু পরীক্ষা করেছেন, সে অনুযায়ী চিকিৎসা চলছে। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আশা করছি, উন্নতির এ ধারা অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা এরশাদের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাপা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংসদ সদস্য জিএম কাদের।

অনেকদিন ধরেই অসুস্থতার মধ্য দিয়ে সময় পার করছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। সর্বশেষ ২৬ জুন সকালে রক্তচাপ জনিত সমস্যা ও কাপুনি দিয়ে জ্বরের কারণে সিএমএইচ'র ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন তিনি।