আ'লীগকে প্রতিহত করার ঘোষণা জাপার

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাপার ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভায় দলের নেতাকর্মীরা, ছবি: বার্তা২৪.কম

জাপার ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভায় দলের নেতাকর্মীরা, ছবি: বার্তা২৪.কম

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, 'আমরা সমর্থন দিয়ে আওয়ামী লীগকে ২১ বছর পর ক্ষমতায় এনেছি। আওয়ামী লীগ আমাদের লোকজনকে হয়রানি করার চেষ্টা করলে আর ছাড় দেওয়া হবে না। এখন থেকে প্রতিহত করা হবে।'

সোমবার (২৪ জুন) মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রাঙ্গা বলেন, 'জাতীয় পার্টি আর অলিখিতভাবে কোনো এলায়েন্সে নেই। আমরা আর ভবিষ্যতে এলায়েন্স করব না, এককভাবে নির্বাচন করব। মহাজোটে আমাদের ২২ আসন কেন জানতে চাই।'

তিনি বলেন, 'হুসেইন মুহম্মদ এরশাদ ও জিএম কাদেরের নেতৃত্ব যারা মানে না, যারা ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করা হবে। আজকের সভায় যারা আসেনি যুক্তিসঙ্গত কারণ না থাকলে তাদের বহিষ্কার করা হবে। যেসব প্রেসিডিয়াম সদস্যের এলাকায় গ্রহণযোগ্যতা নেই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, 'পার্টির চেয়ারম্যান (হুসেইন মুহম্মদ এরশাদ) স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না, আপনাদের প্রশ্ন আছে, অনেক অভিযোগ আছে। পার্টির মালিক নেতাকর্মীরা, সকলের মতামতের ভিত্তিতে পার্টি পরিচালিত হবে।'

তিনি আরও বলেন, 'নানা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ২৯ বছর রাজনীতি করে জাপা এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। দেশের মানুষ মনে করছে জাতীয় পার্টিই তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারবে।'

সাংগঠনিক সভায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভার নেতারা অংশ নিয়েছেন।