রাজনীতির নামে অপরাজনীতি চলছে: জিএম কাদের

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

জিএম কাদের/ ছবি: সংগৃহীত

জিএম কাদের/ ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘সমাজসেবা ও রাজনীতিতে অবক্ষয় শুরু হয়েছে। দেশে সংস্কৃতির নামে অপসংস্কৃতি আর রাজনীতির নামে অপরাজনীতি চলছে।’

বুধবার (২৯ মে) রাজধানীতে আইইবি মিলনায়তনে জাতীয় যুব সংসহতি আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, ‘কিছু মানুষ রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে। রাজনীতিতে যারা যত বেশি টাকা লগ্নি করতে পারে, তারাই বেশি লাভবান হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবাও এখন ব্যবসায় পরিণত হয়েছে। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই। জাতীয় পার্টিকে সাধারণ মানুষের ভালোবাসার পার্টিতে পরিণত করা হবে।’

তিনি বলেন, ‘শুধু রাজনীতিবিদদের সামলোচনা করলে চলবে না, যোগ্য নেতৃত্ব নির্বাচনে সাধারণ মানুষকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।’

জাপার নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘জাতীয় পার্টির রাজনীতিতে যাদের ত্যাগ ও অবদান আছে, তাদেরই মূল্যায়ন করা হবে। শুধু কর্মসূচি বাস্তবায়ন করেই দায়িত্ব শেষ হবে না। পার্টির নেতৃত্ব নির্বাচন ও কর্মকৌশল নির্ধারণেও ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে পার্টির মহাসচিব ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘বিএনপি তাদের কৃত কর্মের ফল ভোগ করছে। জেলখানায় হুসেইন মুহম্মদ এরশাদকে ইফতারে একটি খেজুর খেতে দেয়নি। অথচ তারা এখন খালেদা জিয়ার ইফতার নিয়ে নানা অভিযোগ তুলছেন।’

রংপুর সিটি মেয়রকে মন্ত্রীর পদমর্যাদা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাঙ্গা বলেন, ‘বিভিন্ন সিটি করপোরেশনের মেয়রদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হচ্ছে, অথচ সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত রংপুর সিটি করপোরেশনের মেয়রকে এখনো মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়নি।’

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, যুব সংহতির নেতা অ্যাড. মোঃ জুলফিকার হোসেন বোঁচাগঞ্জ ও মোঃ জহিরুল ইসলাম ভূইয়া তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় যুব সংহতি এই সংবর্ধনার আয়োজন করে।

জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন আহাদ ইউ চৌধুরী শাহিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী, অ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভুইয়া, উপদেষ্টা ক্বারী হাবিবুল্লা বেলালী, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা প্রমুখ।