‘জিয়াউর রহমান রাজনীতিবিদ, সৈনিক ও স্ট্যাটসম্যান হিসেবে সফল হয়েছিলেন’
বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন রাজনীতিবিদ, সৈনিক ও স্ট্যাটসম্যান হিসেবে সফল হয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় পিজি হাসপাতালের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৮৯-তম জন্মদিন উপলক্ষে 'যার গল্প আমাদের দর্শন' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন সৈনিক হিসেবে যখন সময় এসেছে দেশের স্বাধীনতা রক্ষা করার অথবা স্বাধীনতা ছিনিয়ে আনার, দেশের মাটিকে রক্ষা করার, মানুষকে রক্ষা করার তখন জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন। যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের ঐক্যবদ্ধ করা, উজ্জীবিত করার চেষ্টা করেছেন। একজন সৈনিক হিসেবে সর্বোচ্চ দায়িত্ব তিনি পালন করেছেন।
তারেক রহমান বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে যখন কাজ করেছেন তখন তিনি ঢাকার ভিতর বসে থাকেননি। একজন রাজনীতিবিদ হিসেবে কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করা তিনি মানুষের কাছে ছুটে গেছেন। মানুষের সঙ্গে কথা বলেছেন, জানতে চেয়েছেন, মানুষের সমস্যা বুঝতে চেয়েছেন, সেইভাবে তিনি সমস্যার সমাধানের চেষ্টা করেছেন। তিনি যে ১৯ দফা দিয়েছেন সেগুলোর মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন জাতিকে বিভক্ত না করে। তিনি দায়িত্ব গ্রহণের পূর্বে বিভিন্ন থিওরি দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা করে হয়ছিলো কিন্তু তিনি চেষ্টা করেছেন সকল জাতিকে বাংলাদেশী পরিচয় দিয়েছিলেন।
তিনি রাজনীতিবিদ হিসেবে সফল ছিলেন বলেই আজকে রত বছর পরও তার গড়ে যাওয়া দলকে মানুষের মাঝে ধরে রাখতে পেরেছি।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একজন স্ট্যাটসম্যান হিসেবে তিনি দেশের বেকারত্বের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, দেশের বৈদেশিক মুদ্রার সমস্যার সমাধান করেছিলেন, বহুমানুষের দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। শুধু তাই নয় প্রবাসী এবং গার্মেন্টসের মাধ্যমে দেশকে আমরা বিশ্বের দরবারেও তুলে ধরতে সক্ষম হয়েছি। প্রবাসী ও গার্মেন্টসের মাধ্যমে বিশ্বের বড় সংখ্যক মানুষ বাংলাদেশের সঙ্গে পরিচিত হচ্ছে।
জিয়াউর রহমান দেশের শিল্প-সংকৃতি থেকে শুরু করে সার্ক কে বাস্তবায়ন করাসহ বিভিন্ন মাধ্যমে বিশ্ব দেশকে বিশ্বদরবারে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।