‘যারা অবরোধ, অসহযোগের ঘোষণা দিচ্ছে তাদের গ্রেফতার করতে হবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

যারা অন্ধকারে বসে থেকে অবরোধ, অসহযোগের ঘোষণা দিচ্ছে, আগুন সন্ত্রাসীদের যারা উস্কে দিচ্ছে তাদের গ্রেফতার করতে হবে। আমি একজন প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাই এই ব্যক্তিদেরকে খুব দ্রুত গ্রেফতার করতে হবে বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের নৌকার প্রার্থী এডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আর ছাড় দেওয়া যায়না। যে সমস্ত হাই কমান্ড যারা এখন দেশের বাইরে আছে তাদেরও গ্রেফতার করতে হবে। যারা আগুন সন্ত্রাস করছে এবং যারা নির্দেশ দিচ্ছে তাদের সবাইকে জনস্বার্থে গ্রেফতার করতে হবে। 

কামরুল ইসলাম বলেন, আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলাবাহিনী এখন যে ভূমিকা রাখছে তাতে আগুন সন্ত্রাসীদের দমন করা সম্ভব হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে আইন শৃঙ্খলাবাহিনী সেই পদক্ষেপ নেবেন।

বিজ্ঞাপন