নির্বাচন বর্তমানে লেভেল প্লেইং ফিল্ডে আছে: সাঈদ খোকন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা ৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাঈদ খোকন বলেছেন, নির্বাচন বর্তমানে লেভেল প্লেইং ফিল্ডে আছে এবং আজকের মতবিনিময় সভায় এটিতে সবাই সমর্থন দিয়েছে। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে ইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সাঈদ খোকন আরও বলেন, নির্বাচন ঘিরে কিছু দুর্বৃত্তায়ন হচ্ছে, আমাদের নির্বাচনীয় এলাকাগুলোতে বাস জ্বালিয়ে দিচ্ছে, নির্মম ভাবে একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে, সেখানে কয়েকজন মারা গেছেন। এখানে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী তারা ব্যবস্থা নিবেন। এছাড়া মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট  দিতে পারে সেটা আমরা যারা প্রার্থী আছি তারা নিজ নিজ অবস্থান থেকে নিশ্চিত করতে হবে।

শুধু নির্বাচন কমিশন নয় আমাদের সবাইকে নির্বাচন সফল করতে সহযোগিতা করতে বলে বলেও জানান সাঈদ খোকন।

বিজ্ঞাপন