অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব: সাবেক স্বাস্থ্যমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, ‘সব দলের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা উপহার দিব।’

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে বিজয় র‌্যালি ও পথ সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান নির্বাচন কমিশনারের অধীনে আগামী ৭ই জানুয়ারি ভোটাররা যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে প্রচার করে যাবো। এজন্য তিনি ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের আহ্বান জানান।

তিনি তার বাস ভবন কালিগঞ্জ উপজেলার নলতা থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল সহকারে একটি বিজয় র‌্যালি বের করে তার নির্বাচনী এলাকা আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করেন।

বিজ্ঞাপন

এসময় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হক ছোট, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুম্ভজিত মন্ডল, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিুরুজ্জামান মনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তার সাথে উপস্থিত ছিলেন।