আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটি শাহবাগ ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।

বিজ্ঞাপন

শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন।

বিজয় শোভাযাত্রা সফল করতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, ঢাকা জেলা শাখাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকেও এ কর্মসূচিতে যোগ দিতে বলেছে আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ কর্মসূচিতে বড় জমায়েতের পরিকল্পনা করা হয়েছে। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।