ব্রাহ্মণবাড়িয়া-২; আ.লীগ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলম তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন।
রোববার (১৭ ডিসেম্বর) বিকালে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক বার্তা২৪.কম-কে বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহারের জন্য আমাদের কাছে আবেদন জমা দিয়েছেন।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের এমপি আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুর পর গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়া উপনির্বাচনে শাহজাহান আলম সাজু নৌকা প্রতীকে জয়লাভ করেছেন। তিনি ১৫ নভেম্বর এমপি হিসেবে শপথ গ্রহণ করেন। একই দিন সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তাই শপথ নেওয়ার পরও তিনি সংসদের কোনো অধিবেশনে যোগদান করতে পারেননি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাকে আবারও মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ।