জাপা ও শরিকদের ৩২ আসন ছাড়ল আওয়ামী লীগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক ও জাতীয় পার্টির জন্য ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে ১৪ দলের শরিকদের ৬টি ও জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিজ্ঞাপন

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। সেখানে ৩০০ আসনের মধ্য ২৬১ আসনে নৌকা প্রতীকে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া ২৬ আসন হলো- ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ, নীলফামারী-৩ রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান। রংপুর-১ হোসেন মুকুল শাহরিয়ার, রংপুর ৩ জি এম কাদের, কুড়িগ্রাম-১ এ কে এম মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্না, বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ মো. আশরাফুুজ্জামান, পটুয়াখালী-১ এবিএম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ গুলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ মুশরেকুল আজম রবি, ময়মনসিংহ-৫ সালাহউদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মুজিবুল হক চুন্নু, মানিকগঞ্জ-১ জহুরুল আলম রুবেল, ঢাকা-১৮ শরিফা কাদের, হবিগঞ্জ-১ মো. আব্দুল মনিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আব্দুল হামিদ, ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম- ৫ আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ মো. সোলাইমান আলম শেঠ ও নারায়ণগঞ্জ-৫  এ কে এম সেলিম ওসমান।

১৪ দলের শরিকদের ছেড়ে দেওয়া ৬টি আসন হলো- বগুড়া- ৪ একে এম রেজাউল করিম তানসেন, রাজশাহী- ২ ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, বরিশাল-২ রাশেদ খান মেনন, পিরোজপুর-২ আনোয়ার হোসেন মঞ্জু ও লক্ষ্মীপুর-৪ মোশাররফ হোসেন।