নির্বাচন নিয়ে কথা বলতে আ.লীগ কার্যালয়ে সুপ্রিম পার্টির চেয়ারম্যান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে সদ্য নিবন্ধন পাওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান এসেছিলেন আওয়ামী লীগ কার্যালয়ে। চট্টগ্রাম-২ আসন থেকে নৌকা চান দলটির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন তিনি। দুইজনের মধ্যে প্রায় আধা ঘণ্টা বাক্য বিনিময় হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি ১৪ দলীয় জোটের শরিকদের জন্য সাতটি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। আসনগুলো হলো- কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪, বগুড়া-৪, রাজশাহী-২, সাতক্ষীরা-১, বরিশাল-৩ এবং পিরোজপুর-২।

জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেতে পারেন সুপ্রিম পার্টির চেয়ারম্যান। ১৪ দলের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি এ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য।

বিজ্ঞাপন

জোটের শরিক না হয়েও এবার আসন পেতে পারে সুপ্রিম পার্টি। বিষয়টি নিয়ে জোটের ভেতরে ও বাইরে চলছে নানান আলোচনা। এর মধ্যে হঠাৎই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দেখা গেলো সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদকে।

আলোচনা শেষে বেলা সোয়া একটায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে বের হন সাইফুদ্দীন আহমদ।

বের হবার সময় সুপ্রিম পার্টির চেয়ারম্যান বলেন, 'আজ মহান বিজয় দিবস। শুভেচ্ছা বিনিময় করেছি। এছাড়া নির্বাচন বিষয়ে কিছু কথা হয়েছে।'

নির্বাচন প্রসঙ্গে কি কথা হলো জানতে চাইলে সাইফুদ্দীন আহমদ বলেন, 'আমাদের কিছু প্রার্থী নিয়ে কথা বললাম, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে কথা বললাম। আমরা যে সব আসনে ভালো প্রার্থী, জয়ের ব্যাপারে যেসব আসনে আশাবাদী সে সব বললাম। আমাদের কোনো প্রার্থী যেন ভোটের ব্যাপারে বাধা না পায়।'

তিনি বলেন, 'তিনি (ওবায়দুল কাদের) আশ্বস্ত করেছেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে।'