খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার সুযোগের দাবিতে ডাকা সমাবেশ শুরু হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়।

বিজ্ঞাপন

সমাবেশে রাজধানী এবং এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। এ সময় তারা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপির সমাবেশ ঘিরে এ এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

গত ২০ নভেম্বর সাবেক এ প্রধানমন্ত্রীর মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগের দাবিতে গণঅনশন করে বিএনপি। এরপর ২২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবসহ সারাদেশে সমাবেশ করে দলটি।

বুধবার (২৪ নভেম্বর) এক যৌথ সভা শেষে লাগাতার কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।