নয়াপল্টনে বিএনপির গণঅনশন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে শনিবার (২০ নভেম্বর) যে গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি একাংশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার বিকালে গণ অনশনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। তখন বলেন, ঢাকায় সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ভেন্যু পাওয়ার প্রসঙ্গে বলেন, ভালো স্থান পেলে সেখানে গণঅনশন অনুষ্ঠিত হবে। অথবা সবশেষে কোথায়ও না পাওয়া গেলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি পালন করবো।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আশা করছি আপনারা সবাই থাকবেন। সবাইকে আমাদের কর্মসূচি যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা বেশ কয়েকজন চেয়েছি কিন্তু আমাদের জায়গা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম , বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ বক্তৃতা করেন।