সীমান্তে হত্যার প্রতিবাদে ২০ নভেম্বর বিএনপির মানববন্ধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে আগামী ২০ নভেম্বর (শনিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশি সীমান্ত হত্যা বন্ধ করবে বলে প্রতিবেশী দেশ বার বার প্রতিশ্রুতি দিয়েছে, পতাকা বৈঠক হচ্ছে। কিন্তু সীমান্তে নিষ্ঠুর হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। তাই সীমান্তে হত্যার প্রতিবাদে আগামী শনিবার সকাল ১১টায় বিএনপির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।